Search This Blog

Followers

Monday, June 22, 2020

ফের সীমান্ত রক্ষী বাহিনীর জালে ওষুধ পাচারকারী

 বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গা র ঘটনা । মোটর সাইকেলে করে একজন পাচারকারী কয়েক হাজার মূল্যবান ট্যাবলেট 'সহ ইনজেকশন পাচারের উদ্দেশ্যে ঘোজাডাঙা সীমান্তের চেকপোষ্টের কাছে এলে সন্দেহ হয় সীমান্ত রক্ষী বাহিনীর  । ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী  তার মোটরসাইকেলের সিট কভারের ভেতর থেকে কয়েক হাজার ট্যাবলেট ইনজেকশন উদ্ধার করে যার বাজার মূল্য ৬ লক্ষ টাকা। 

 কোন বৈধ কাগজ দেখাতে পারিনি ধৃত ব্যক্তি,গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে, পাচারকারীকে গ্রেফতার করে বসিরহাট থানা র হাতে তুলে দেওয়া হয়েছে।  এই নিয়ে গত সাত দিনে  বিএসএফ তিনবার পাচার রুখল সব মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা ট্যাবলেট ইঞ্জেকশন জুতো বিড়ি বাংলাদেশে পাচারের আগে উদ্ধার করেছে তারা। এভাবেই গত সাতদিনে   একাধিক পাচার রুখে দিয়েছে বিএসএফ । উদ্ধার হওয়া জিনিসগুলি ঘোজাডাঙ্গা শুল্ক দপ্তরে হাতে তুলে   দেওয়া হয়েছে। এগুলি বাংলাদেশে চড়া দামে বিক্রি হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ । ধৃত পাচারকারীকে আজ সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...