Search This Blog

Followers

Saturday, June 6, 2020

করোনা সংক্রমন এড়াতে অভিনব আবিষ্কার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের

করোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে স্পর্শ ছাড়া ইলেকট্রিক সুইচ ব্যবহারের বিশেষ যন্ত্র তৈরি করল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা।
কোভিড 19 সংক্রমন এড়াতে স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান,যেখানে জনসমাগম হয় সে সমস্ত স্থানে এগুলো ব্যবহার করা যেতে পারে বলে  জানালেন কলেজের ছাত্র ছাত্রী ও বিভাগীয় শিক্ষকরা।এই বিশেষ যন্ত্রটি ইলেকট্রিক সুইচ বোর্ডের সাথে সংযুক্ত করে দিলে সুইচ বোর্ডের কাছে হাত নিয়ে গেলেই সেই সুইচটি অটোমেটিকভাবে অন হয়ে যাবে।পুনরায় হাত নিয়ে গেলেই সুইচটি অফ হয়ে যাবে।সংস্থার পক্ষ থেকে পার্থ প্রতীম ভট্টাচার্য বলেন, এটা এমন একটি গ্যাজেটস যেটা লাগালে , স্পর্শ না করে যে কোন ইলেকট্রিক সুইচ অন-  অফ করা যাবে।ফ্যান লাইট সহ  অন্যান্য  ইলেকট্রিক্যাল বস্তু র  জন্য এটা ব্যবহার করা যাবে।কম খরচে স্কুল বা কলেজে এই যন্ত্র নিরাপদে  ব্যবহার করা যাবে বলে দাবি করেন তারা।পরীক্ষামূলক ভাবে নিজেদের কলেজে  ব্যবহার করে তারা সফল হয়েছেন বলে ও জানান।কলেজেরই এক ছাত্র কামরুল হাসান বলেন,  এই নন টাচিং সুইচ গ্যজেট  টি সেন্সারের মাধ্যমে কাজ করবে।যেখানে সুইচে  না স্পর্শ করে অন অথবা অফ করা যাবে।
বিস্তারিত জানতে ক্লিক করুনhttps://youtu.be/ZnretMsDuic

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...