Search This Blog

Followers

Tuesday, June 9, 2020

কারখানা কর্তৃপক্ষ র গাফিলতিতে শ্রমিক মৃত্যু বাড়ছে দুর্গাপুরে,অভিযোগ শ্রমিক সংগঠনের

একের পর এক শ্রমিক মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ছে দুর্গাপুরের শ্রমিক সংগঠন। দুর্গাপুরের সাগড়ভাঙ্গার বালাজি বেসরকারি কারখানায় ফের শ্রমিক মৃত্যু।উঠছে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।শ্রমিকদের অভিযোগ, আজ সকাল ৬.১৫নাগাদ  শর্ট সার্কিটে মৃত্যু হয় ওই শ্রমিকের।


গতকাল কাঁকসার বাঁশকোপার বালাজি ৩নাম্বার ইউনিটে গ্যাস লিক করে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের।শ্রমিকরা জানান কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ধরণের দুর্ঘটনা  ঘটে ই চলেছে। আজ সকালে বিদ্যুৎ পৃষ্ট ঐ শ্রমিককে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়,সেখানেই চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।এর পরে ঐ শ্রমিকের দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিকরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষের কাছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন
https://youtu.be/3MhHZFBJKl0

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...