Search This Blog

Followers

Friday, June 5, 2020

সুন্দরবনে বাঘে তুলে নিয়ে গেল এক মৎস্যজীবি কে


সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু এক মৎস্য জিবির। ঘটনাটি ঘটেছে সজনেখালি ৪ নম্বর জঙ্গলে। 

অন্যান্য দিনের মত বৃহস্পতিবার সকালে  বাড়ি থেকে  মাছ ধরতে বেরিয়েছিলেন গোসাবার লাহিড়ী পুরের বাসিন্দা উদয় মিস্ত্রী  I গোসাবার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের জহরকলোনির বাসিন্দা উদয় বাবু ঐ দিন সকালে এলাকার অপর এক মৎস্যজীবী জগন্নাথ ঢালিকে নিয়ে নৌকায় চেপে মাছ ধরতে গিয়েছিলেন সজনেখালি চার নম্বর জঙ্গলের একটি খালে I সেখানে নৌকায় বসে দুজনে যখন জাল পাতার কাজ করছিলেন তখনই জঙ্গল থেকেই একটি বাঘ ঝাঁপ দিয়ে পড়ে নৌকার উপর Iবাঘের ঝাঁকুনিতে নৌকা থেকে নদীর জলে উদয়বাবু  পড়ে যেতেই বাঘটি ওই মৎস্যজীবীকে নদীর জল থেকেই ধরে নিয়ে চলে যায় জঙ্গলে I চোখের সামনে সঙ্গীকে বাঘ ধরে নিয়ে গেলেও কোন ভাবে আটকাতে পারেননি জগন্নাথ I সাথে সাথে  গ্রামে ফিরে ঘটনাটি জানাতে শোকের ছায়া নেমে আসে  জহর কলোনিতে Iঘটনার কথা বন দপ্তরকে জানালে বনকর্মীরা ঐ জঙ্গলে তল্লাশি চালাতে থাকে।তবে  শুক্রবার সকাল পর্য্যন্ত আক্রান্ত উদয় মিস্ত্রি র মৃতদেহের কোন সন্ধান পাননি তারা।এদিকে স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন উদয় মিস্ত্রির স্ত্রী গীতা দেবী ,অন্যদিকে বাবাকে বাঘে তুলে নিয়ে যাওয়ায় একই ভাবে ভেঙে পড়েছে নবম শ্রেণীর পাঠরত উদয় বাবুর ছেলে  মহিম মিস্ত্রি  ও ।
বিস্তারিত জানতে ক্লিক করুন - https://youtu.be/FVAHBW7q0rA

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...