মূক ও বধির এক কিশোর উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।করোনা আবহে দীর্ঘদিন যেখানে প্যাসেঞ্জার ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ সেখানে অচেনা এক কিশোর এই রকম প্রত্যন্ত গ্রামের মধ্যে কীভাবে পৌঁছে গেল সে ব্যাপারে অবাক হচ্ছে এলাকার মানুষ ।
কাটোয়া থানার গোয়াই গ্রামের রাস্তায় উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয় প্রেমানন্দ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরকে দেখতে পায়। কিশোরকে জিজ্ঞাসাবাদ করে শিক্ষক আলাউদ্দিন মির্জা বুঝতে পারেন কিশোর কথা বলতে পারে না। আলাউদ্দিন মির্জা জানান, বুধবার সন্ধ্যার সময় রেললাইনের পাশ থেকে গোয়াই প্রতিবন্ধী স্কুলের গেটের দিকে বার কয়েক উদ্দেশ্যহীন ভাবে কিশোরকে চলাফেরা করতে দেখে সন্দেহ হয়। কিশোরকে নিজের স্কুলের ছাত্রদের ভবনে এনে তোলেন। বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর শুধু বাবা,মা বলতে পারছে। নিজের বাড়ির কথা ইশারায় বোঝাতে চাইছে। আলাউদ্দিন মির্জা বলেন, সংবাদ মাধ্যমের দ্বারা কিশোর নিজের পরিবারের কাছে যেন পোঁছাতে পারে এছাড়া পুলিশ প্রশাসন যদি কিশোরের পরিবারের খোঁজ করে তাকে পৌঁছে দিতে পারে তাহলে অন্তত নিজের বাড়িতে ফিরতে পারে ঐ কিশোর।