Search This Blog

Followers

Saturday, June 6, 2020

মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃত দুই ভাই। ঝড় বৃষ্টির মধ্যে ঝিলে মাছ ধরতে গিয়েই বিপত্তি

মুর্শিদাবাদের  খড়গ্রাম থানা শংকরপুর গ্রামে শুক্রবার বিকেলে  বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলাকালীন এলাকারই একটি ঝিলে মাছ ধরছিল  আব্বাস শেখ ও তার ভাই নিব্বাস শেখ। সেই সময় বজ্রাঘাতে র জোরালো আওয়াজে কেঁপে ওঠে পুরো এলাকা।এরপর ঝড় বৃষ্টি থেমে অন্ধকার নেমে এলে ওই দুই ভাই বাড়িতে না ফিরলে চিন্তায় পড়ে বাড়ির লোকেরা।বেশ কিছুক্ষণ এলাকায় খোঁজাখুঁজির পর স্থানীয় ঝিলের কাছে গিয়ে দুই ভাইয়ের ঝলসানো দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা।

সাথে সাথে স্থানীয় হাস পাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান অনেক আগেই দুই ভাই এর মৃত্যু হোয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে শংকরপুর গ্রামে।খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য।
বিস্তারিত জানতে ক্লিক করুন- https://youtu.be/ZnretMsDuic

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...