Search This Blog

Followers

Thursday, June 4, 2020

লক ডাউন শিথিল হতেই সরকারি নির্দেশ মেনে চালু হল বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলি

কোভিড 19 সংক্রমন এড়াতে লক ডাউনের নির্দেশ মেনে বন্ধ ছিল সমস্ত বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র,চোখ এবং দাঁতের চিকিৎসাকেন্দ্র গুলি ও।কিন্তু লক ডাউন শিথিল হতেই সরকারি বিধি নিষেধ মেনেই আবার স্বাস্থ্য পরিষেবা দিতে শুরু করেছে ঐ স্বাস্থ্যকেন্দ্র গুলি।এই মুহূর্তে কিভাবে চক্ষু রোগীদের পরিষেবা দিচ্ছে রোটারি দক্ষিণ বারাশত আই হসপিটাল  ?
আসুন দেখে নেওয়া যাক ,- -
করোনা সংক্রমন এড়াতে চক্ষু চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে রোটারি দক্ষিণ বারাশত আই হসপিটাল।
চিকিৎসাকেন্দ্রে ঢোকার মুখেই  থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা দেখার পাশাপাশি রোগীকে হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধোয়ার পর বিশেষ ফর্ম ফিলাপ করিয়ে তার হাতে দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার।
স্বাস্থ্যকেন্দ্রের ভিতর সামাজিক দূরত্ব মেনে রোগীদের বসার ব্যবস্থা করা হয়েছে।
দীর্ঘদিন পর এভাবে চিকিৎসা চিকিৎসা পরিষেবা পেয়ে খুশী রোগীরা।রোটারী দক্ষিণ বারাশত আই হসপিটালের কর্ণধার দেবব্রত দাস বলেন ,এলাকার মানুষদের চক্ষু চিকিৎসার পরিষেবা দিতে সরকারি নিয়ম মেনেই তারা ১ লা জুন থেকে চক্ষু চিকিৎসার কাজ শুরু করেছেন।চোখের সব ধরনের চিকিৎসার পাশাপাশি তারা ছানি অপারেশন ও শুরু করেছেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন - https://youtu.be/lKXFtFKsPPo

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...