Search This Blog

Followers

Friday, June 19, 2020

ভারী বর্ষণে ভাঙলো অজয় নদীর অস্থায়ী ফেরিঘাট, বিচ্ছিন্ন হল জলপথে বীরভূম ও বর্ধমানের যোগাযোগ ব্যাবস্থা

বর্ষার জলে ভাঙলো অজয় নদীর অস্থায়ী ফেরিঘাট, যোগাযোগ বিচ্ছিন্ন দুই জেলার ।কাকসার শিবপুরে অজয় নদীর অস্থায়ী ফেরিঘাট জলের তোড়ে ভেসে গেল।গতকাল দুপুর থেকে প্রবল বর্ষণে জল বাড়তে থাকে।  সন্ধ্যার পর ফেরিঘাট সাময়িক ভেঙে গেলেও রাত্রিতে সম্পূর্ন ভাবে ভেঙে যায়। 


বিচ্ছিন্ন হয়ে পড়ে বীরভূম ও বর্ধমান জেলার যোগাযোগ ব্যবস্থা।বহু মানুষ কর্মসূত্রে দুই জেলায় যাতায়াত করেন এই অস্থায়ী ফেরিঘাট দিয়ে। সপ্তাহে দুদিন বীরভূমের অজয় নদীর তীরে জয়দেবে হাট বসে। এই ফেরিঘাট দিয়ে হাজার হাজার মানুষ ঐ হাটে ও যাতায়াত করতো। তাই দুশ্চিন্তায় পড়েছে এলাকার মানুষ।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...