Search This Blog

Followers

Saturday, June 13, 2020

বনি ক্যাম্পে দক্ষিণ রায়ের দর্শন

সুন্দরবনের বনি ক্যাম্প এলাকায় দেখা মিললো রয়েল বেঙ্গল টাইগারের। আমফান ঘূর্ণিঝড়ে সুন্দরবনের প্রায় ১০৫ কিলোমিটার নেটের ফেন্সিং নষ্ট হয়ে গিয়েছে, জোর কদমে চলছে সেই ফেন্সিং মেরামতির কাজ‌ কয়েকদিন আগেই বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এসে পিরখালি জঙ্গলে ফেনসিং মেরামতির কাজে ব্যস্ত বনকর্মীদের উৎসাহ দিয়ে গিয়েছিলেন। আর শনিবার বিকেলে  বনকর্মীরা যখন ঐ ফেন্সিং এর কাজ করছিলেন তখনই দক্ষিণরায় কে বনি ক্যাম্প এর মিষ্টি জলের পুকুরে জল খেতে আসতে দেখতে পায়।


যদিও এই সময় সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষেধ আছে,তবে আর কিছুদিন পরেই সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।তাই পর্যটকদের কাছে দক্ষিণ রায়ের দর্শন অনেকটাই নিশ্চিত ভাবছে বনকর্মীরা।  আমফান ঘূর্ণিঝড়ের পরে এই প্রথম বনকর্মীরা  দেখতে পেলেন রয়েল বেঙ্গল টাইগার।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...