বিএসএফের বড়সড় সাফল্য বাংলাদেশের পাচারের মুহূর্তে প্রচুর মারন রোগের ইনজেকশন উদ্ধার।
বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গা দক্ষিণপাড়ার ঘটনা। সাইকেলে করে একজন পাচারকারী জীবন দায়ী রোগের প্রায় ৪৯ টি ইনজেকশন পাচারের উদ্দেশ্যে ঘোজাডাঙা সীমান্তের দক্ষিণপাড়া র দিকে যাচ্ছিল । ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী তাকে দাড়াতে বললে সে সাইকেল রেখে পালিয়ে যায় । তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৯ টি জীবনদায়ী রোগের ইনজেকশন ।প্রতিটি ইনজেকশনের মূল্য ১৪ হাজার টাকা করে। সব মিলিয়ে যার বাজার মূল্য প্রায় ৭লক্ষ টাকা। মারণ রোগের ঐ ইনজেকশন পাচার হচ্ছিল বাংলাদেশে। সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হলে তাকে ডাকলে সেগুলি ফেলে সে পালিয়ে যায় দেখে সাইকেলের কেরিয়ার থেকে ঐ ইনজেকশনের বাক্স উদ্ধার হয় ।বাজেয়াপ্ত করা হয়েছে সাইকেলটিকে। পাচারকারী পলাতক ।ঘোজাডাঙ্গা শুল্ক দপ্তরে হাতে তুলে দেওয়া হয়েছে ঐ ওষুধগুলি। ঐগুলি বাংলাদেশে চড়া দামে বিক্রি হবে বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ ।