Search This Blog

Followers

Monday, June 22, 2020

মধ্যমগ্রামে চালু হলো কোভিড 19 নমুনা সংগ্রহ কেন্দ্র

উত্তর ২৪ পরগনা জেলায় প্রথম কোভিড 19 এর নমুনা সংগ্রহের সংগ্রহ কেন্দ্র চালু হল মধ্যমগ্রামে।
   করোনা ভাইরাসে আতঙ্কিত সাধারণ মানুষ। আনলক ১ পর্বে জনজীবন কিছুটা স্বাভাবিক। বেঁচে থাকার জন্য একে অপরের সংস্পর্শে আসতে হচ্ছে প্রতিদিনই। মাক্স স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রাখা সত্ত্বেও দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রাস্তায় চলার পথে এই মারণ ভাইরাস কার শরীরে বহন করে চলেছে তা আমাদের পাশের লোকটিকে দেখলে বোঝা যায় না। এমত পরিস্থিতিতে প্রয়োজন রেন্ডম করোনা পরীক্ষার। যাতে এই ভাইরাসের সংক্রমণ আটকানো যায়। তাই করনা ভাইরাসের সংক্রমণ রুখতে সচেতনতামূলক পদক্ষেপ নিল মধ্যমগ্রাম পৌরসভা। আজ উত্তর 24 পরগনা মধ্যমগ্রাম পৌরসভা হাসপাতালে সুরক্ষা ডায়গনিক সেন্টার এর সহযোগিতায় শুরু হলো করোনার নমুনা সংগ্রহ। উত্তর 24 পরগনা জেলায় প্রথম এই সচেতনতা মূলক পদক্ষেপ নিল মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসক রথীন ঘোষের তত্ত্বাবধানে। প্রশাসকের এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস নিলো মধ্যমগ্রাম বাসী।


     মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসক রথীন ঘোষ বলেন, সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার গভর্মেন্টের সার্টিফায়েড প্রাপ্ত, তাই তাঁদের সহযোগিতায় সরকারি মূল্য ৩৫০ টাকায় দিয়ে সাধারণ মানুষ করোনা পরীক্ষা করতে পারবে।এছাড়াও এখন রাজ্যের অন্যান্য রোগে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে প্রথমে করোনা পরীক্ষা না করে চিকিৎসা শুরু হয় না, তাই আগে থেকে করোনা পরীক্ষা করা থাকলে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে ডাক্তারদের সহজ হবে। মধ্যমগ্রাম বাসীর পাশে থাকার জন্য রথীন বাবুর এই উদ্যোগ, তিনি মনে করেন এতে মধ্যমগ্রামবাসীর কল্যাণ হবে।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...