Search This Blog

Followers

Thursday, June 4, 2020

ক্রমশ সুস্থ্য হয়ে উঠছে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত কুলতলী আমফাণ বিদ্ধস্ত এলাকার মানুষ

গত ২৯ শে মে রাত্রে কমিউনিটি কিচেনের খাবার খেয়ে অসুস্থ হয়েছিল  কুলতলির উত্তর দেবীপুর গ্রামের শতাধিক মানুষ।
ঐ দিন কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা কুলতলির আমফান বিদ্ধস্ত গ্রামের মানুষদের জন্য নিজেদের রান্না করা খাবার বাড়ী বাড়ী পৌঁছে দিয়েছিল। স্থানীয় দেবীপুর করুণাময়ী বালিকা বিদ্যালয়ে র মধ্যে তৈরী ফ্লাডসেন্টারে  রান্না করেছিল ঐ স্বেচ্ছাসেবী সংস্থা। ঐ দিন দুপুরে এলাকার ৫০০ মানুষের খাবারের ব্যবস্থা করেও ছিল তারা এবং রাত্রে ও একইভাবে রান্না করে আমফান বিদ্ধস্ত এলাকার মানুষদের কাছে পৌঁছে দেয়।সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল উত্তর দেবীপুর গ্রামের একাধিক পরিবারের শতাধিক  মানুষ।এদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যা বেশি।সাথে সাথে তাদেরকে নিয়ে জয়নগর রুরাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।প্রত্যেকেই বমি এবং পায়খানা উপসর্গ নিয়ে এসেছিল বলে জানিয়েছিলেন  চিকিৎসকরা। চিকিৎসকদের অনুমান,খাদ্যে বিষক্রিয়া থেকে ঐ দুর্ঘটনা ঘটেছিল।তবে এখন পুরোপুরি সুস্থ্য আক্রান্ত গ্রামবাসীরা।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...