গত ২৯ শে মে রাত্রে কমিউনিটি কিচেনের খাবার খেয়ে অসুস্থ হয়েছিল কুলতলির উত্তর দেবীপুর গ্রামের শতাধিক মানুষ।
ঐ দিন কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা কুলতলির আমফান বিদ্ধস্ত গ্রামের মানুষদের জন্য নিজেদের রান্না করা খাবার বাড়ী বাড়ী পৌঁছে দিয়েছিল। স্থানীয় দেবীপুর করুণাময়ী বালিকা বিদ্যালয়ে র মধ্যে তৈরী ফ্লাডসেন্টারে রান্না করেছিল ঐ স্বেচ্ছাসেবী সংস্থা। ঐ দিন দুপুরে এলাকার ৫০০ মানুষের খাবারের ব্যবস্থা করেও ছিল তারা এবং রাত্রে ও একইভাবে রান্না করে আমফান বিদ্ধস্ত এলাকার মানুষদের কাছে পৌঁছে দেয়।সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল উত্তর দেবীপুর গ্রামের একাধিক পরিবারের শতাধিক মানুষ।এদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যা বেশি।সাথে সাথে তাদেরকে নিয়ে জয়নগর রুরাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।প্রত্যেকেই বমি এবং পায়খানা উপসর্গ নিয়ে এসেছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। চিকিৎসকদের অনুমান,খাদ্যে বিষক্রিয়া থেকে ঐ দুর্ঘটনা ঘটেছিল।তবে এখন পুরোপুরি সুস্থ্য আক্রান্ত গ্রামবাসীরা।