জয়নগর থানার দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রাম থেকে বুধবার দুপুরে উদ্ধার হলো প্রায় আট ফুট মাপের একটি বড়ো কেউটে সাপ। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মুকুন্দপুর এলাকায় একটি ঝিলে মাছ ধরার সময় জালে মধ্যে আটকে পড়ে ঐ বিষধর সাপটি। ভয় পেলে ও খুব সাবধানে ঐ সাপ সমেত জালটি জল থেকে ডাঙায় তুলে বনদপ্তর কে খবর দেয় গ্রামের মানুষ। খবর পেয়ে মথুরাপুর বিট অফিস থেকে বনদপ্তরের কর্মীরা এসে পৌঁছায়।
মথুরাপুর বিট অফিসার সনাতন সরদার নিজেই ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করেন। তিনি বলেন,এটি "নাজা নাজা" প্রজাতির কেউটে সাপ।আমফানের পরে বহু ঘরবাড়ি ভেঙে যাওয়ায় সাপের আস্তানা নষ্ট হয়ে যায় তাই এদিক ওদিকে লোকালয়ে সাপের উপদ্রব বেড়ে গিয়েছে এদিনের উদ্ধার করার সাপ টি এখন সম্পূর্ণ সুস্থ আছে বলেও জানান তিনি। সাপটিকে উদ্ধার করে বারইপুর রেঞ্জ অফিসে পাঠানো হয়েছে।