একটি পূর্নবয়স্ক বুনোহাতির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের চুনিয়াঝোরা জঙ্গল সংলগ্ন নুরপুরে।
মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে বনদফতর কে খবর দেয়।বনকর্মিরা গিয়ে হাতিটির মৃতদেহ উদ্ধার করে।বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত বলেন,কি কারনে হাতটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে।হাতিটির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান বজ্রাঘাতে হাতিটির মৃত্যু হতে পারে।যেহেতু গত ২৪ ঘন্টায় ওই এলাকায় প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে,তাই সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বন দপ্তর।তবুও ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষায় আছে স্থানীয় মানুষ থেকে বন কর্মীরা।