Search This Blog

Followers

Monday, June 22, 2020

সুন্দরবনের জঙ্গলে চোরা শিকার আটকাতে নামানো হচ্ছে বিশেষ কুকুর

বনদফতরের জন্য দক্ষিণ ২৪ পরগনার সাউথ ডিভিশন ও গরুমারা জঙ্গলে চোরা শিকার রুখতে ও কাঠ চুরি আটকাতে কাজে লাগানো হবে প্রশিক্ষিত কুকুর।গোয়ালীয়র থেকে নিয়ে আসা হয়েছে ।সেখানে নয় মাসের ট্রেনিং হয়।তার সাথে চার জন স্টাফ কে ও পাঠানো হয়।তাদের ও ট্রেনিং হয়।প্রত্যেকটি কুকুরের সাথে দুজন করে থাকবে।২০ তারিখ ট্রেনিং শেষ হয়।আজ সকালে সল্টলেকের ডিয়ার পার্কে নিয়ে আসা হয়।আপাতত সেখানেই কিছুক্ষন বিশ্রামে থাকবে এর পর দুপুরের দিকে এই দুটি কুকুর তাদের গন্তব্য এর উদ্যেশে রওনা দেবে।


ডক্টর সুধীর চন্দ্র দাস (চিফ কনজারভেটর অফ ফরেস্ট ও ফিল্ড ডাইরেক্ট সুন্দর বন টাইগার রিজার্ভ) জানান.......... এই দুটি কুকুরের কাজ জঙ্গলে যে সব বন এবং বন্য প্রাণীর জন্য যে সব অবৈধ লোকজন কাজ করে চোরা শিকারি, কাঠ যারা চুরি করে সেই রকম লোকজনকে খুঁজে বার করা হবে এদের মূল দায়িত্ব।ইতিমধ্যেই দুটি কুকুর তাদের রয়েছে।একটি সুন্দরবন টাইগার রিজার্ভে এবং একটি বক্সার টাইগার রিজার্ভে।এখন আর দুটো যোগ হলো আগামী দিনে আরো দুটো আসবে এটা পরিকল্পনার মধ্যে আছে।এর ফলে চোরা শিকার আরো রোকা যাবে বলে আশাবাদী।
একটি কুকুরের নাম orlando (কালো কুকুর) এটি গরুমারা যাবে।অন্যটির নাম সায়ানা ( হলুদ কুকুর) এটি সাউথ ডিভিশন এ যাবে।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...