Search This Blog

Followers

Thursday, June 25, 2020

গোসাবায় আমফান বিদ্ধস্ত এলাকার গর্ভবতী মায়েদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন চিকিৎসকরা

গোসাবা ব্লকের দুস্থ গর্ভবতী মহিলাদের জন্য হাসপাতালের পক্ষ থেকে দান করা হল খাদ্যসামগ্রী,বসিয়ে খাওয়ানো হল নানান পদের খাবার।



গর্ভবতী মা দের  ফল এবং অন্যান্য আহার্য সামগ্রী যা কিনা গর্ভস্থ শিশুর বৃদ্ধির সহায়ক ,সেইসব খাবার তুলে দেওয়া হল এলাকার গর্ভ বতি মা দের হাতে। 


 গোসাবা ব্লকের  দুঃস্থ গর্ভবতী মহিলাদের পরিবারের পক্ষে সময়োপযোগী  খাবার এই লক ডাউন পরিস্থিতির মধ্যে  সংগ্রহ করা সম্ভব নয় ।এমনিতেই করোনা তে কাজ  হারিয়েছেন অনেকেই তারপর আমফানে  ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । ফলেই ইচ্ছে থাকলেও সামর্থ্য  নেই সেই সব পরিবারের।তাই গোসাবা ব্লক  হাসপাতালের পক্ষ থেকে ডক্টর ইন্দ্রনীল বর্গীর উদ্যোগে  এবং গোসাবা ব্লকের  বিডিও সৌরভ মিত্র  এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত মন্ডল এর সহযোগিতায় আজ তিরিশ  জন অধিক  দুস্থ গর্ভবতী মহিলাদের জন্য  আহারের আয়োজন করা হয়েছিলো। খাদ্য তালিকায় ছিলো, ভাত শাক ভাজা আলু কুমড়ো সহযোগে বিভিন্ন সবজির একটি পদ, মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের ঝোল,  চাটনি, মিষ্টি দই শেষে বিভিন্ন ধরনের ফল, শুধুমাত্র আজকের দিনে এলাহি আয়োজনের  ব্যবস্থা তা নয়, তারা এই সময়ে  আরো বেশ কিছুদিন এমনই পুষ্টিকর খাবার বাড়িতে খেতে পারেন তার জন্য তাদেরকে  বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ এবং নিমপীঠ  রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়েছে । পাশাপাশি  এই সময় গর্ভবতী মহিলারা কেমন ধরনের সুষম আহার করবেন সেই ব্যাপারে একটি সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয় ব্লক চিকিৎসকের পক্ষ থেকে। সবশেষে তাদের মেডিকেল চেকআপ করা ও হয।এই সময় মায়েদের কিভাবে থাকা উচিত সে গর্ভবতী মায়েদের সচেতন ও করা হয়।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...