Search This Blog

Followers

Thursday, June 4, 2020

দুর্গাপুর CMERI এর প্রচেষ্টায় তৈরী হল ভেন্টিলেশন যন্ত্র

কম খরচে ভেন্টিলেসন যন্ত্র তৌরি করল দুর্গাপুর সিএম ই আর আই সংস্থা।  কিভাবে কাজ করবে ঐ ভেন্টিলেশন যন্ত্র তা এক ডেমস্টেশন দিয়ে দেখানো হল সংস্থার ওয়াকশপে।সংস্থার পক্ষ থেকে ডক্টর হরিশ হিরানি বলেন,  এই ভেন্টিলেসন যন্ত্রে রোগীকে অক্সিজেন দেওয়া যাবে রোগীর প্রয়োজন অনুযায়ী ।ডাক্তারদের পরামর্শ  অনুযায়ী তৈরী করা  এই যন্ত্রে কোভিড 19 সংক্রমনে আক্রান্তদের কঠিন  পরিস্থিতিতে এই যন্ত্র দিয়ে  ভেন্টিলেসন ব্যবস্থা চালু করা যাবে।
যেখানে বহুমূল্য ব্যায়ে এই যন্ত্র কিনতে হত হাসপাতাল গুলিকে,সেখানে এই   ভেন্টিলেসন যন্ত্রটির আনুমানিক মূল্য  এক লক্ষ টাকা র মধ্যে থাকবে বলেও জানিয়েছেন তিনি । এদিন ডেমনেস্ট্রেশন  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের  এক  চিকিৎসক ডক্টর অরুনাশু গাঙ্গুলী ।তিনি বলেন, আমরা বারে বারে পরিক্ষা করে যে যে  বৈশিষ্ট্যগুলি আমাদের প্রয়োজন হবে  জানিয়েছি এবং ডেভলপমেন্ট করার কথা জানিয়েছি সেগুলি ডেভলপমেন্ট করে ইনবিল্ড করে দেওয়া হয়েছে । আমরা  হাসপাতালগুলিতে যে ইনটারন্যাশনাল  ভেন্টিলেসন যন্ত্র ব্যবহার করে থাকি,সেই সব যন্ত্রের  সমান্তরাল প্যারামিটারে কাজ করছে এই ভেন্টিলেশন যন্ত্র।কোভিড পরিস্থিতিতে কম খরচের মধ্যে এই যন্ত্র চিকিৎসা ক্ষেত্রে ভাল সাড়া পাবে বলে মনে করছেন ডাক্তারদের একাংশ।

বিস্তারিত জানতে ক্লিক করুনhttps://youtu.be/71wOw_N3laM

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...