Search This Blog

Followers

Saturday, June 27, 2020

ভোর রাতে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে ঢুকে পরে দোকানে

সিমেন্ট বোঝাই দশচাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো দোকানঘরে।দোকান ঘরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ও দোকানের সার্টার  ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। কাক ভোরের দুর্ঘটনায় চালক ও খালাসী আহত হয়েছে। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের সদরঘাট রোডের শাঁকারীপুকুরে।দুর্ঘটনার পর লরির মধ্যেই আটকে পড়ে চালক।দমকল ও স্থানীয় বাসিন্দারা গ্যাসকাটার দিয়ে লরির কেবিনের অংশ কেটে চালককে উদ্ধার করে।  


স্থানীয়দের অনুমান চালক ঘুমিয়ে পড়েছিল।আর সেই কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দোকানঘরে ঢুকে যায়।লরির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ফলে ভোর থেকে গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।সিমেন্ট বোঝাই লরিটি জাতীয় সড়কের তেলিপুকুর মোড় থেকে বর্ধমান শহরের ভিতরে ঢোকার মুখে দুর্ঘটনা ঘটে।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...